Botany Studies

দ্বাদশের পর উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা! উচ্চশিক্ষার কী কী সুযোগ আছে? কাজের সুযোগই বা কেমন?

এই প্রতিবেদনে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ার কী কী সুযোগ রয়েছে এবং পেশাগত দিকে খোলা কোন কোন পথ, সে সবের খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৪:১১
Share:

উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

স্নাতকস্তরে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনার করার ইচ্ছে রয়েছে যাদের, দ্বাদশ থেকেই সে জন্য প্রস্তুতি রাখা প্রয়োজন। কী ভাবে এগোবে উচ্চশিক্ষা, তার পর চাকরির সুযোগ সুবিধা কেমন, তা নিয়ে এই প্রতিবেদনে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ার কী কী সুযোগ রয়েছে এবং পেশাগত দিক কী কী খোলা রয়েছে সে সব খুঁটিনাটি আলোচনা করা হল।

Advertisement

উদ্ভিদবিদ্যা নিয়ে স্নাতক, স্নাতকোত্তর পড়া যায়। স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর গবেষণার সুযোগ থাকে। জীবনবিজ্ঞান এবং রসায়ন-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্নাতক স্তরে পড়ার জন্য। রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যাল্য-সহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে। তবে, আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয় ৫৫ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে। তার পর মেধাতালিকা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ থাকে কলেজগুলিতে। স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) উত্তীর্ণ হতে হয়। ভারতে উদ্ভিদবিদ্যা বা বটানি বিষয়ের জন্য সব থেকে বেশি চাহিদা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের। এর পরই রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নাম।

বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান উদ্ভিদবিদ্যায় গবেষণার জন্য বিখ্যাত।

Advertisement

চাকরির সুযোগ কেমন?

শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এবং সরকারি বিভিন্ন প্রকল্পে গবেষণার সুযোগ রয়েছে। আবার সরকারি ও বেসরকারি সংস্থাতে এগ্রিকালচার অফিসার, হর্টিকালচার অফিসার, সিড ইনস্পেক্টর, নার্সারি ম্যানেজার-সহ আরও পদে চাকরির সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement