WBSSC Result 2025

দেখা যাচ্ছে না এসএসসি-র ফল! পরীক্ষার্থীদের সুবিধার জন্য তড়িঘড়ি নতুন ওয়েবসাইট খুলল কমিশন, জট কাটল কি?

শনিবার সকালেও রাজ্যের বহু পরীক্ষার্থী তাঁদের ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে বলে স্বীকার করে নেয় কমিশন। সমস্যা সমাধানে এ দিন সকালেই কমিশনের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট ব্যবহার করার কথা জানানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৩:৪৪
Share:

স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করেছে শুক্রবার রাতে। কিন্তু শনিবার সকালেও রাজ্যের বহু পরীক্ষার্থী তাঁদের ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, স্বীকার করে নেয় কমিশন। সমস্যার সমাধানে এ দিন সকালেই কমিশনের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট ব্যবহার করার কথা জানানো হয়। সেই সাইটটি হল wbsschelp wbsschelpdesk.com।

Advertisement

শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হয়। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করে কমিশন। পাশাপাশি ‘আনসার কি’-ও প্রকাশ করা হয়। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। কবে থেকে নথি যাচাই করা যাবে তা-ও জানিয়ে দেয় এসএসসি। ওই ওয়েবসাইটে শুক্রবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ফলপ্রকাশ করা হলেও ফল দেখতে সমস্যা হচ্ছিল পরীক্ষার্থীদের। এমনকি পরের দিনও তা দেখতে পাচ্ছিলেন না সকলে।

শনিবার সকালে নতুন ওয়েবসাইট থেকেও ফল দেখতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ তোলেন কেউ কেউ। ‘যোগ্য’ চাকরিহারা চিন্ময় ম‌ণ্ডল বলেন, “শুক্রবার রাত থেকেই এই সমস্যা হচ্ছে। এখন‌ও পর্যন্ত হাতেগোনা কয়েক জন ফল দেখতে পেরেছেন। বিকল্প হিসাবে যে হেল্পডেক্স ওয়েবসাইট দে‌ওয়া হয়েছে সেটিও বিকল হয়ে গিয়েছে।”

Advertisement

সূত্রের খবর, এক দিকে শিক্ষাকর্মীদের আবেদন জমা পড়ছে। অন্য দিকে, ২ লক্ষ ২৯ হাজার প্রার্থী ফল দেখার জন্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন। তার ফলেই এই পরিস্থিতি। শনিবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও হেল্পডেস্ক হিসাবে একটি ওয়েবসাইট প্রকাশ করেছি। এ ছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে দেখা যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement