WBJEE JENPAS UG 2025

রাজ্যে নার্সিং এবং প্যারামেডিক্যাল স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু, কত দিন চলবে রেজিস্ট্রেশন?

চলতি বছর জেইএনপিএএস র‍্যাঙ্কের ভিত্তিতে রাজ্যের সরকারি, স্বশাসিত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং, প্যারামেডিক্যাল বা অ্যালায়েড সায়েন্সেস-এর অন্য বিষয়গুলি নিয়ে ভর্তির সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং বা অন্য প্যারামেডিক্যাল কোর্সগুলিতে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডারগ্র্যাজুয়েট (জেইএনপিএএস)-এর মাধ্যমে। সম্প্রতি ফল ঘোষণার পর শুক্রবার থেকে শুরু করা হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া।

Advertisement

চলতি বছরের জেইএনপিএএস-এর পরীক্ষা হয় গত ১৮ অক্টোবর। প্রতি বারের মতো পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১২ নভেম্বর। শুক্রবার, ১৪ নভেম্বর থেকে শুরু হয় ভর্তির কাউন্সেলিং।

চলতি বছর জেইএনপিএএস র‍্যাঙ্কের ভিত্তিতে রাজ্যের সরকারি, স্বশাসিত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং, প্যারামেডিক্যাল বা অ্যালায়েড সায়েন্সেস-এর অন্য বিষয়গুলি নিয়ে ভর্তির সুযোগ মিলবে।

Advertisement

সূচি অনুযায়ী, কাউন্সেলিং সম্পন্ন হবে দু’টি রাউন্ডে। এ ছাড়াও আয়োজন করা হবে মপ-আপ রাউন্ডের। প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগদানের জন্য রাজ্যের জয়েন্ট বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in -এ গিয়ে পরীক্ষায় উত্তীর্ণদের নাম নথিভুক্ত করতে হবে। একই সঙ্গে পছন্দের কলেজ এবং কোর্সও বেছে নিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ১৮ তারিখ রেজিস্ট্রেশনের শেষ দিন। প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের ফল ঘোষণা করা হবে ২০ নভেম্বর। কলেজগুলিতে উপস্থিত হয়ে আসন গ্রহণের জন্য বরাদ্দ অর্থ জমা দিতে হবে ২৪ নভেম্বরের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement