WBJEEB ANM GNM Results 2025

ফলঘোষণা নার্সিং-এর দু’টি কোর্সে প্রবেশিকার! কী জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড?

চলতি বছরে এএনএম এবং জিএনএম পরীক্ষা হয় গত ১৯ অক্টোবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৫৫
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের কলেজগুলিতে নার্সিং-এর দু’টি কোর্সে ভর্তির প্রবেশিকার আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। চলতি বছরে সেই দু’টি পরীক্ষার ফল ঘোষণা করা হল বোর্ডের তরফে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে পরীক্ষা দু’টির র‍্যাঙ্ক কার্ডও।

Advertisement

প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) পরীক্ষার আয়োজন করে ডব্লিউবিজেইইবি। চলতি বছরে এএনএম এবং জিএনএম পরীক্ষা হয় গত ১৯ অক্টোবর। দেড় ঘণ্টার পরীক্ষা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ)-এর উপরে।

কী ভাবে ফলাফল দেখবেন?

Advertisement

১। পরীক্ষার্থীদের wbjeeb.nic.in-এ যেতে হবে।

২। সেখানে পরীক্ষার ফলাফল দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং নিজেদের জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই দেখা যাবে ফলাফল।

৪। একইসঙ্গে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ডও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement