প্রতীকী চিত্র।
দেশের মেডিক্যাল কলেজগুলিতে এখনও আসন খালি রয়েছে। তাই মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার (নিট ইউজি) স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ‘চয়েস ফিলিং এবং চয়েস লকিং’-এর মেয়াদ বৃদ্ধি করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।
গত জুলাই মাস থেকে শুরু হয়েছিল নিট ইউজি কাউন্সেলিং প্রক্রিয়া। মোট চার রাউন্ডে কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়। দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিমড্ বিশ্ববিদ্যালয়গুলিতে অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র ১৫ শতাংশ কোটা এবং স্টেট কোটার ভিত্তিতে নানা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।
৪ নভেম্বর থেকে শুরু হয় স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। আবেদনের শেষ দিন ছিল ৯ নভেম্বর। চলতি বছরে নিট ইউজি উত্তীর্ণদের জন্য নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বাছাইয়ের জন্য সময় দেওয়া হয়েছিল ৫-৯ নভেম্বর পর্যন্ত। এমসিসি-র তরফে পড়ুয়াদের জন্য আসন বরাদ্দ করার কথা ছিল ১০ এবং ১১ নভেম্বর। কাউন্সেলিংয়ের ফল প্রকাশ করার কথা ছিল ১২ নভেম্বর। নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ুয়াদের উপস্থিত হওয়ার সময়সীমা ছিল ১৩ থেকে ২০ নভেম্বর।
এমসিসি-র প্রকাশিত নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি কোর্সে এখনও ফাঁকা ১,২৩২টি আসন। তাই আবেদনকারীদের জন্য পছন্দের কলেজ এবং কোর্স বাছাইয়ের সময় ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তাঁরা এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in-এ তাঁদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কাউন্সেলিংয়ের জন্য নাম কী ভাবে নথিভুক্ত করতে হবে?
১। প্রথমে এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in -এ যেতে হবে।
২। সেখানে ইউজি ‘নিট ইউজি কাউন্সেলিং ২০২৫ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড ২০২৫’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে সমস্ত ব্যক্তিগত এবং অ্যাকাডেমিক নথি জমা দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪। পড়ুয়ারা এর পর নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন।
৫। পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করে তা ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে হবে।