ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এর তরফে একাধিক শূন্যপদে অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ রয়েছে। এ জন্য প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে।
সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৫২টি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। পরে তা আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের বেতন হবে মাসে ৪০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতার পাশাপাশি ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য কিছু মাপকাঠি রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। আবেদনমূল্য ৪৭২টাকা। আগামী ২০ নভেম্বর আবেদনের শেষ দিন। আগামী ২৪ নভেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।