ANM and GNM 2025 Syllabus

নার্সিং কোর্সের প্রবেশিকা কবে-কোথায়? জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রানস্ বোর্ড

দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা রাজ্যের বিভিন্ন স্বীকৃত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য এই প্রবেশিকায় বসতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? বিশেষ প্রবেশিকায় পাশ করতে পারলেই পাবেন সুযোগ। রাজ্য জয়েন্ট বোর্ডের অধীনে এই পরীক্ষা নেওয়া হয়। বোর্ডের তরফে জানানো হয়েছে, দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা রাজ্যের বিভিন্ন স্বীকৃত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে অগজ়িলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি (জিএনএম)— এই দু’টি কোর্সে ভর্তি হতে পারবেন। এএনএম কোর্সটি দু’বছরের এবং জিএনএম কোর্সটি তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে।

Advertisement

গুরুত্বপূর্ণ তারিখ:

বোর্ডের তরফে জানানো হয়েছে ১৯ অক্টোবর বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর দেড়টা পর্যন্ত। কলকাতা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বীরভূম, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কালিম্পং-সহ বিভিন্ন জেলার নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

Advertisement

কারা পরীক্ষা দিতে পারবেন?

যে সমস্ত পড়ুয়া অন্তত ৪০ শতাংশের বেশি নম্বর পেয়ে দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা উল্লিখিত কোর্সগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগ্রহী পড়ুয়াদের বাংলায় সাবলীল হওয়া বাঞ্ছনীয়। তবে এএনএম কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের ভর্তি নেওয়া হবে। জিএনএম কোর্সের ক্ষেত্রে এমন কোনও শর্ত উল্লেখ না থাকায়, এই কোর্সে পুরুষ এবং মহিলা, উভয়েই ভর্তি হতে পারবেন।

প্রবেশিকার নিয়মাবলি এবং পাঠ্যক্রম:

মোট ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ১১৫ নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র মাল্টিপল চয়েস কোয়েশ্চন (এমসিকিউ)-এর ভিত্তিতে সাজানো হবে। লাইফ সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস, ম্যাথ্মেটিক্স, জেনারেল নলেজ বিষয়ে ইংরেজি এবং বাংলায় প্রশ্ন করা হবে। তবে, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজ়নিং বিষয়ের ক্ষেত্রে প্রশ্ন ইংরেজিতেই থাকবে।

যোগ্যতা যাচাই:

সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। ওই মেধা তালিকা অনুযায়ী, পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement