কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হিন্দিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি করার সুযোগ পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তবে, আবেদনকারীদের রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (আরইটি) উত্তীর্ণ হতে হবে।
স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট এলিজিবিলিটি কাম এন্ট্রানস টেস্ট (স্লেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের প্রবেশিকা দিতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১৭টি আসনে ভর্তি নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে নেওয়া প্রয়োজন। ওই ফর্মের সঙ্গে ১০০ টাকা আবেদনমূল্য জমা দেওয়ার রসিদ এবং শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে এসে জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদনের শেষ দিন ১৩ অক্টোবর। কারা পরীক্ষা দিতে পারবেন, সেই তালিকা হিন্দি বিভাগের নোটিশ বোর্ডে দেওয়া হবে। ওই তালিকা ১৫ অক্টোবর থেকে দেখতে পারবেন।