WB AYUSH Counselling 2025

রাজ্যের আয়ুষ কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের ফল ঘোষণা সোমবার, দেখা যাবে কোন ওয়েবসাইটে?

পড়ুয়াদের ৮৫ শতাংশ স্টেট কোটার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যে আয়ুর্বেদ, যোগ এবং ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি (আয়ুষ) নিয়ে পড়ার জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে সোমবার।

Advertisement

চলতি বছরের নিট উত্তীর্ণেরা রাজ্যের বিভিন্ন কলেজে আয়ুষের নানা বিষয় পড়ার সুযোগ পাবেন। পড়ুয়াদের ৮৫ শতাংশ স্টেট কোটার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। পড়ুয়ারা ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন (বিএএমএস), ব্যাচেলর অফ হোমিয়োপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) এবং ব্যাচেলর অফ উনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

এ বছর রাজ্যের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি সরকারি কলেজও। সেগুলি হল— গভর্নমেন্ট আয়ুর্বেদ কলেজ, দ্য ক্যালকাটা হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, ডিএন দে হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এবং মহেশ ভট্টাচার্য হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল।

Advertisement

ফল ঘোষণার পর পড়ুয়ারা wbmcc.nic.in-এ গিয়ে তাঁদের আসন বরাদ্দের ফলাফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট কলেজে তাঁদের সমস্ত নথি-নিয়ে উপস্থিত হতে হবে ১৬ এবং ১৭ সেপ্টেম্বর। যদি সেই কলেজে বা কোর্সে পড়ুয়ারা ভর্তি হতে না চান, তা হলে তাঁদের সেই আসন ছেড়ে দিতে হবে।

রাজ্যের আয়ুষ কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হবে ২৬ সেপ্টেম্বর। চলবে ২ অক্টোবর পর্যন্ত। কলেজে আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর। এর পর নির্ধারিত কলেজে নথি-সহ উপস্থিত হতে হবে ১১ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement