কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। নিযুক্তদের পূর্ণ মেয়াদের জন্য কাজ করতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের বেতন বাবদ প্রতি মাসে ৫৭,৭০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৪০ বছরের কম হতে হবে। থাকতে হবে এমবিএ-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। একই সঙ্গে প্রয়োজন নেট/ সেট/ স্লেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতা বা পিএইচডি ডিগ্রি। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি ও অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।