NSOU Admission 2025

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি–র সুযোগ, কোন বিষয়ে কত আসনসংখ্যা?

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২১
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। স্পেশালাইজ়েশন করা যাবে অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স, এডুকেশন টেকনোলজি, কেমিক্যাল সায়ন্সেস, নিউরোবায়োলজি, ক্যানসার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, লোকসাহিত্য-সহ নানা বিষয়ে। সমস্ত বিভাগ মিলিয়ে আসনসংখ্যা ৪৩।

বিভিন্ন বিষয়ে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে বাকি মাপকাঠি বিশদ জানানো হয়েছে। এর পর যোগ্যতার ভিত্তিতে পিএইচডিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২০০০ টাকা। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে নথি যাচাই করা হবে ৪ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement