এসবিআই। ছবি: সংগৃহীত।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। এ কথা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দেশের যে কোনও রাজ্য হতে পারে নিযুক্তদের কর্মস্থল। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
ব্যাঙ্কে ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট), ম্যানেজার (প্রোডাক্টস-ডিজিটাল প্ল্যাটফর্মস) এবং ডেপুটি ম্যানেজার (প্রোডাক্টস-ডিজিটাল প্ল্যাটফর্মস) পদে নিয়োগ করা হবে। ‘রেগুলার’ এবং ‘ব্যাকলগ’ মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১২২। এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।
ব্যাঙ্কে নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা বা ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা।
প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে সমস্ত পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। প্রতিটি পদের জন্য এ ছাড়াও রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে।
নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ২ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।