বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সমস্ত নিয়োগই হবে চুক্তিভিত্তিক। এ জন্য অফলাইনে আবেদন গ্রহণ করা হবে চাকরিপ্রার্থীদের থেকে।
বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল অফিসার, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ছ’টি। সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
সমস্ত পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। মেডিক্যাল অফিসার পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৭৯, ৮০০ টাকা। বাকি পদে নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেডিক্যাল অফিসার পদে আবেদন জানাতে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
উল্লিখিত পদগুলিতে আবেদনের জন্য আগ্রহীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। বিভিন্ন পদে আবেদনমূল্যের পরিমাণ ৬০০ এবং ৮০০ টাকা। এর পর আবেদনপত্র, আবেদনমূল্য-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।