যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সাধারণ মানুষের তুলনায় বিশেষ ভাবে সক্ষম মানুষের জীবনযুদ্ধ অনেকটাই কঠিন। কিন্তু তাঁরাও বাকিদের মতোই স্বপ্ন দেখেন পড়াশোনা করে জীবনে স্বনির্ভর হওয়ার। তাঁদের এই লড়াইয়ে যাঁরা শিক্ষক হিসাবে আলোর দিশা দেখাতে চান, তাঁদের জন্য একটি কোর্স করানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি (আইআইসিপি)-র সঙ্গে যৌথ ভাবে এই কোর্সের আয়োজন করা হয়। এ বছর সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে চলতি শিক্ষাবর্ষে পড়ানো হবে বিএড স্পেশ্যাল এডুকেশন (মাল্টিপল ডিজেবিলিটিজ) কোর্স। কোর্সটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত।
কোর্সের মেয়াদ দু’বছর। রয়েছে মোট ৩০টি আসন। ক্লাস হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি (আইআইসিপি)-তে। কোর্সে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ হিউম্যানিটিজ়ের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের বিজ্ঞান এবং অঙ্ক-এ স্পেশালাইজ়েশন-সহ বিই/ বিটেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সমতুল যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১৪ অক্টোবর হবে ইন্টারভিউ। আগ্রহীদের আইআইসিপি-র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করার পর তা পূরণ করে ডাক মারফত পাঠাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ২০০ টাকাও। আবেদন জানাতে যাবে আগামী ৯ অক্টোবরের মধ্যে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় অথবা আইআইসিপি-র ওয়েবসাইট দেখে নিতে হবে।