এনএইচএআই। ছবি: সংগৃহীত।
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জানানো হয়েছে, সংস্থার একটি সেল-এর জন্য এই নিয়োগ। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থার নিয়োগ হবে সিনিয়র এআই ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, অ্যাসোসিয়েট এআই ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, এআই প্রোডাক্ট ডিজ়াইনার এবং অ্যাসোসিয়েট এআই প্রোডাক্ট ডিজ়াইনার পদে। শূন্যপদের সংখ্যা ১৬। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।
চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৭ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।