WBPDCL Recruitment 2025

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে ৮৩ জন কর্মী প্রয়োজন, কোন কোন পদে করা যাবে আবেদন?

পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাস ৪১,০০০ টাকা বা ৬৩,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১০
Share:

ডব্লিউবিপিডিসিএল। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন বা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-এ। নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন সংস্থার বিভিন্ন বিভাগে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট মাইনস্‌ ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং সার্ভেয়ার পদে। শূন্যপদের সংখ্যা ৮৩। নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাস ৪১,০০০ টাকা বা ৬৩,০০০ টাকা।

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। দরকার পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও। অন্য পদগুলির জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। পদগুলির জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী বেছে নেওয়া হবে।

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement