IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে অধ্যাপনার সুযোগ, বেতন এক লক্ষেরও বেশি কী ভাবে আবেদন করা যাবে?

প্রতিষ্ঠানের সেন্টার এবং হাসপাতালে নিয়োগ হবে প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস এবং সিনিয়র রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আইআইটি ক্যাম্পাসের ভিতরে বিসি রায় মাল্টিস্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সুপারস্পেশালিটি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে। দু’টি জায়গাতেই পূর্ণ সময়ের জন্য কর্মী প্রয়োজন। চাকরিপ্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের সেন্টার এবং হাসপাতালে নিয়োগ হবে প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস এবং সিনিয়র রেসিডেন্ট। নিউটাউনের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্ক ফাউন্ডেশনের জন্য এই নিয়োগ।

নিয়োগ হবে প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্র্যাকটিস এবং সিনিয়র রেসিডেন্ট পদে। সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে পাঁচ বছর পর্যন্ত।

Advertisement

প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্র্যাকটিস এবং সিনিয়র রেসিডেন্ট পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১,৯০,০০০ থেকে ২,১০,০০০ টাকা, ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা, ১,২০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা এবং ১,১০,০০০ টাকা।

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনকারীদের ডক্টর অফ মেডিসিন/ মাস্টার অফ সার্জারি/ ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড যোগ্যতা থাকতে হবে। এ ছাড়াও বাকি পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৩ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement