JU Admission 2025

গ্রন্থাগার বিদ্যার পেশাগত দিক কী কী? স্নাতকোত্তরে ভর্তি শুরু যাদবপুরে

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স করানো হয়। অনেক ক্ষেত্রেই ইনফরমেশন সায়েন্স বিভাগের মধ্যেই থাকে এই বিষয়টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:৩৫
Share:

স্নাতকোত্তরে ভর্তি শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রতীকী ছবি।

চারিদিকে বইয়ের সম্ভার। বিভিন্ন ভাষার বিভিন্ন বিষয়ের বই। একসঙ্গে এত বই থাকার ঠিকানা মানেই গ্রন্থাগার। আর সেই গ্রন্থাগারকে কেন্দ্র করেই গ্রন্থাগারবিদ্যা বা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ দেখা যায়।

Advertisement

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ডিগ্রি কোর্স করানো হয়। অনেক ক্ষেত্রেই ইনফরমেশন সায়েন্স বিভাগের মধ্যেই থাকে এই বিষয়টি। এ ছাড়াও, ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স (বিএলআইবি) এবং ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (বিএলআইবিএলএসসি) পড়ার সুযোগ থাকে। ব্যাচেলর ডিগ্রির পরে এই দুই বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ থাকে।

রাজ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়—

Advertisement

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা

এ ছাড়াও দেশের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব ভীমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয় (লখনউ), পুদুচেরি বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ও পটনা বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে পড়ানো হয়।

সম্প্রতি ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারবিদ্যা নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে। ফ্যাকাল্টি অফ আর্টস-এর তরফে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক-উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি, স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

চাকরির সুযোগ

লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ওয়েব সংরক্ষণাগার, লাইব্রেরি ম্যানেজার, মেটা ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ডকুমেন্ট কন্ট্রোল স্পেশালিস্ট-সহ আরও অনেক সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ থাকে গ্রন্থাগারবিদ্যা নিয়ে পড়ার পরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement