মুম্বই বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কাশ্মীরি ভাষার খুঁটিনাটি শেখাবে মুম্বই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সার্টিফিকেট কোর্স। যেখানে ৩০ ঘন্টা ক্লাসের মধ্যে কাশ্মীরি ভাষা লিখতে, পড়তে এবং বলতে শেখানো হবে। শুধু তাই নয় আরও খুঁটিনাটিও শিখতে পারবেন পড়ুয়ারা।
প্রতিষ্ঠান সূত্রে খবর, ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০-র গাইডলাইন মেনে আয়োজন করা হয়েছে এই কোর্সটির। পড়তে হলে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা ফি দিতে হবে পড়ুয়াদের। প্রতি রবিবার তিন ঘণ্টা করে ক্লাস করানো হবে। সম্পূর্ণ অনলাইনে ক্লাস চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। ৩০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আবেদন করা যাবে অনলাইনে। মুম্বই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রথমে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। মুম্বই বিশ্ববিদ্যালয় শুধু কাশ্মীরি ভাষার কোর্সই নয়, আরও অনেক সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। সেই সমস্ত তথ্য বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
ভারতে সেন্টার ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ-সহ একাধিক প্রতিষ্ঠানে কাশ্মীরি ভাষা নিয়ে বিশেষ কোর্স করানো হয় থাকে।