যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
প্রশিক্ষক (কোচ ও ট্রেনার) নিয়োগ করা হবে। জিম ট্রেনার এবং রোয়িং, বাস্কেট বল, ভলি বল, যোগ বিভাগে কোচ নিয়োগ করা হবে। সব মিলিয়ে ২১টি শূন্যপদ রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ। কোচের বেতন প্রতি দিন ৭৫০টাকা করে দেওয়া হবে। তবে এটি মাসিক ১৫ হাজার টাকার মধ্যে হতে হবে। ট্রেনার পাবেন মাসে ১০ হাজার টাকা বেতন। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ডিগ্রি থাকা প্রয়োজন। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২৪ জুলাই দুপুর ২টো থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের যেতে যেতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই। সেখান থেকেই যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।