প্রতীকী ছবি।
উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার (ডিএলটি) নিয়োগ করা হবে। শূন্যপদ ৩০টি। উত্তর ২৪ পরগনার ‘ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট’-এ কাজ করতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর ২৪ পরগনার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।