বিশ্বব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
উচ্চশিক্ষিতদের জন্য আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাঙ্কের তরফে প্রশিক্ষণের সুযোগ। বিশ্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে যোগদানের জন্য চালু করা হয়েছে একটি নতুন প্রশিক্ষণ কর্মসূচি। আগ্রহী পড়ুয়াদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ পায়োনিয়ার্স ইন্টার্নশিপ’ নামক একটি কর্মসূচির কথা ঘোষণা করেছে বিশ্বব্যাঙ্ক। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নমূলক প্রকল্পে কাজের জন্য হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। এর মাধ্যমে বিভিন্ন দেশে ব্যাঙ্কের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, পরিবেশ, কৃষি, নগর উন্নয়ন, পরিবহণ ব্যবস্থা, বেসরকারি ক্ষেত্র-সহ অন্য ক্ষেত্রের উন্নয়নমূলক কাজের অংশীদার হতে পারবেন তাঁরা। এমনকি বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের কার্যকলাপও চাক্ষুষ দেখার এবং জ্ঞান অর্জনের সুযোগ মিলবে। আমেরিকা-সহ বিশ্বব্যাঙ্কের বিভিন্ন শাখায় কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের ঘণ্টা পিছু কাজের বৃত্তিও দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়ুয়া থেকে স্নাতকোত্তরে পাঠরত বা পিএইচডি প্রাপ্ত পড়ুয়ারারা। ছ’বছর কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। এ ছাড়া কম্পিউটিং বা প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা থাকলেও প্রশিক্ষণে যোগ দেওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
আবেদনকারীদের জীবনপঞ্জি, প্রশিক্ষণে যোগ দেওয়ার কারণ উল্লেখ করে সংক্ষিপ্ত লেখা এবং শিক্ষাগত যোগ্যতার নথি জমা দিতে হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়া বাছাই করা হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে মার্চে।