এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চিকিৎসক প্রয়োজন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদের জন্য কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪৭। নিযুক্তেরা সংশ্লিষ্ট পদে ছ’মাসের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়তে পারে চুক্তির মেয়াদ। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৫,৪০০ টাকা।
জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৩ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। পাশাপাশি তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে ইন্টার্নশিপের অভিজ্ঞতা। গত তিন বছরের মধ্যে যাঁরা এমবিবিএস এবং ইন্টার্নশিপ করেছেন, শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে।
আগামী ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়ার আয়োজন করা হবে। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে সকাল ৯টা নাগাদ উপস্থিত হতে হবে। আবেদনের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।