পাণ্ডবেশ্বর বিস্ফোরণে ধৃত ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ১৮:৪৪
Share:

পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতার মোটরবাইকে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কাজল ঘোষ। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ আলিনগর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তাঁর বাড়ি থেকে ৫টি ডিটোনেটর, ১টি পিস্তল, ৪টি কার্তুজ এবং ৩টি পাওয়ার জেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পাণ্ডবেশ্বরের শ্যামলা পঞ্চায়েতের আলিনগর গ্রামে রবিবার গভীর রাতে স্থানীয় তৃণমূল নেতা ভীমসেন ঘোষের বাড়ির উঠোনে রাখা মোটরবাইকে বিস্ফোরণ ঘটে। এর পরেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। সন্ত্রাসবাদের সঙ্গে শাসকদলের যোগসাজশের অভিযোগ তোলেন তারা। খাগড়াগড়-কাণ্ডের মুখ ঘোরাতে এই বিস্ফোরণ করানো হয়েছে বলে বিরোধীরা দাবি করে। অন্য দিকে, এই বিস্ফোরণের পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে পাল্টা দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement