তেলঙ্গানায় ট্রেন-স্কুলবাস সংঘর্ষ, মৃত ১৩

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ১১:০১
Share:

দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস। ছবি:পিটিআই।

তেলঙ্গানার মেডকে রক্ষিবিহীন লেভেল ক্রসিংয়ে স্কুলবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৩ জনের। এদের মধ্যে ১২ জনই স্কুলছাত্র। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা দশ নাগাদ জনা চল্লিশ ছাত্রছাত্রী-সহ স্থানীয় কাকাটিয়া স্কুলের একটি বাস মেডক জেলার মাসাইপেটের কাছে রেললাইন পেরোচ্ছিল। সেই সময়ে সেখান দিয়ে যাচ্ছিল নান্দের-হায়দরাবাদ প্যাসেঞ্জার। ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ ১৩ ছাত্রের। ধাক্কা মারার পর বাসটিকে বেশ কিছুটা ঠেলে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পর রেলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দুর্ঘটনার পর দক্ষিণ-মধ্য রেলের এক আধিকারিক জানান, ‘‘মাসাইপেট ও ওয়াদিয়ারাম স্টেশনের মাঝখানে একটি রক্ষিবিহীন ক্রসিংয়ে স্কুলবাসটি উঠে পড়ায় ঘটে এই দুর্ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিজামাবাদ ও সেকেন্দ্রাবাদ থেকে মেডিক্যাল টিম ও রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন।’’

স্বজনহারার কান্না। ছবি: এপি।

Advertisement

ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী টি চন্দ্রশেখর রাও। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আহতদের চিকিত্সার তদারকি করতে মুখ্যসচিব ও ডিজি-কে নির্দেশ দেন তিনি। আহতদের চিকিত্সার যাবতীয় দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement