প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ আনন্দ পাঠক

মারা গেলেন প্রাক্তন সিপিএম সাংসদ আনন্দ পাঠক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শুক্রবার ভোরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ১৭:২৭
Share:

—ফাইল চিত্র।

মারা গেলেন প্রাক্তন সিপিএম সাংসদ আনন্দ পাঠক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শুক্রবার ভোরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। উত্তরবঙ্গে কমিউনিস্ট পার্টির হোতা ছিলেন তিনি। দার্জিলিংয়ে সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। তিন বার লোকসভা এবং এক বার রাজ্যসভার সাংসদ হন। এ ছাড়াও ওই এলাকা থেকে এক বার বিধায়কও নির্বাচিত হন। শনিবার তাঁর দেহ নিয়ে মিছিল করবে সিপিএম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement