বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কনস্টেবল

বছর তিরিশের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। ধৃত ওই কনস্টেবলের নাম নিখিল মণ্ডল (৩৩)। তিনি পুরুলিয়ার বাসিন্দা। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে বেলদা থানার পুলিশ। অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদার মধ্যপাড়ায় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে ওই কনস্টেবল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ১২:৩৬
Share:

বছর তিরিশের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। ধৃত ওই কনস্টেবলের নাম নিখিল মণ্ডল (৩৩)। তিনি পুরুলিয়ার বাসিন্দা। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে বেলদা থানার পুলিশ।

Advertisement

অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদার মধ্যপাড়ায় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে ওই কনস্টেবল। সেই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। পেশায় দিনমজুর ওই মহিলার স্বামী বাড়িতে ফিরে কনস্টেবলকে দেখে চিত্কার শুরু করেন। চিত্কার শুনে ঘটনাস্থলে এসে ওই কনস্টেবলকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। রাত সাড়ে ১১টা থেকে আড়াইটে পর্যন্ত অভিযুক্তকে আটকে রাখা হয়। পরে পুলিশ বাহিনী গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করার চেষ্টা করলে বাধা দেয় ক্ষুব্ধ জনতা। সেই সময় পুলিশ লাঠিচার্জ করে বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement