সুদিন এসে গিয়েছে, দাবি মোদীর

কেন্দ্রে মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উৎসবের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলব্ধি, “আচ্ছে দিন আ চুকে হ্যায় (সুদিন এসে গিয়েছে)।” মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। গত বছরের ২৬ মে শপথগ্রহণের পর থেকেই একের পর এক বিতর্ক ঘিরে ধরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ‘ঘর ওয়াপসি’-র খবর এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভাঙচুর করা হয়েছে রাজধানী-সহ বহু জায়গার গির্জায়। ধর্মান্তরণ ইস্যুতে মোদী সরকারকে বিরোধীরা বার বার বিঁধলেও তা নিয়ে এ দিন মোদীর কড়া প্রতিক্রিয়া, “কোনও সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধেই বৈষম্য বরদাস্ত করা হবে না।” সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁর বক্তব্য, “আমাদের সংবিধানে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। তা নিয়ে কোনও সমঝোতা করা হবে না।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ১৯:৩৬
Share:

কেন্দ্রে মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উৎসবের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপলব্ধি, “আচ্ছে দিন আ চুকে হ্যায় (সুদিন এসে গিয়েছে)।” মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

গত বছরের ২৬ মে শপথগ্রহণের পর থেকেই একের পর এক বিতর্ক ঘিরে ধরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ‘ঘর ওয়াপসি’-র খবর এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভাঙচুর করা হয়েছে রাজধানী-সহ বহু জায়গার গির্জায়। ধর্মান্তরণ ইস্যুতে মোদী সরকারকে বিরোধীরা বার বার বিঁধলেও তা নিয়ে এ দিন মোদীর কড়া প্রতিক্রিয়া, “কোনও সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধেই বৈষম্য বরদাস্ত করা হবে না।” সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁর বক্তব্য, “আমাদের সংবিধানে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। তা নিয়ে কোনও সমঝোতা করা হবে না।”

লোকসভা নির্বাচনের আগের করা সুদিন আনার প্রতিশ্রুতি যে পূরণ হয়েছে সে দাবিও এ দিন করেন মোদী। সেই সঙ্গে তাঁর পূর্ববর্তী কংগ্রেস তথা ইউপিএ সরকারকে দুর্নীতি ইস্যুতে এ দিন ফের বিঁধলেন তিনি। গত দশ বছরের কাজে তাদের ‘লজ্জা’ পাওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন