অন্ধ্রপ্রদেশের শব্দবাজি কারখানায় আগুন, মৃত ৮

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ১৮:৪১
Share:

দীপাবলির আনন্দ বদলে গেল বিষাদে! অন্ধ্রপ্রদেশের একটি শব্দবাজি কারখানায় সোমবার অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন আট জন। আহত ৮।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পূর্ব গোদাবরী জেলার একটি শব্দবাজি তৈরির কারখানায় এ দিন ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ঘটনার সময় কারখানায় জনা তিরিশেক কর্মী ছিলেন বলে সূত্রের খবর।

জেলাসদর কাঁকিনাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে ওই কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ দিন সন্ধ্যা পর্যন্ত আট জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে দমকল।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক নীতু প্রসাদ এবং পুলিশ সুপার রবি প্রকাশ। উদ্ধারকাজে তদারকি করতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এন চিন্না রাজাপ্পা এবং জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement