Rehabilitation Center

নেশামুক্তি কেন্দ্রে রোগীকে নির্যাতন করার অভিযোগ মেদিনীপুরে, গ্রেফতার মালিক সহ দু’জন

শেষবার ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে মারধর করার বিষয়ে জানতে পারেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে তাঁরা ছেলেকে নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০
Share:

দাসপুরের সেই নেশামুক্তি কেন্দ্র। — নিজস্ব চিত্র।

নেশা ছাড়ানোর নামে রোগীকে মারধরের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে। গ্রেফতার কেন্দ্রের মালিক সহ দু’জন।

Advertisement

সূত্রের খবর, মদ্যপানের নেশা ছাড়ানোর জন্য সেখানকার একটি নেশামুক্তি কেন্দ্রে ছেলেকে ভর্তি করান এক দম্পতি। ভেবেছিলেন নেশামুক্তি কেন্দ্র থেকে সুস্থ হয়ে ছেলে ঘরে ফিরে আসবে। কিন্তু আদপে হল উল্টো। নেশা ছাড়ানো তো দূর, ওই কেন্দ্রে রোগীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ। এ ছাড়াও তাঁরা জানান, ছেলের সঙ্গে দেখা করতে গেলেও দেখা করতে দেওয়া হত না। শেষবার ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে মারধর করার বিষয়ে জানতে পারেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে তাঁরা ছেলেকে নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যান তাঁরা। পরে ছেলের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়েছে বলে জনিয়েছেন তাঁরা। এর পর তাঁরা দাসপুর থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ গিয়ে কেন্দ্রের মালিক -সহ দু’জনকে গ্রেফতার করে।

ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে, আদালত তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement