News of the Day

খসড়া ভোটার তালিকা: শেষ দিনের প্রস্তুতি। যুবভারতী-তদন্ত। দিল্লিতে মেসি। গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক। আর কী

যুবভারতী কেলেঙ্কারির ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র গ্রেফতার একা শতদ্রুই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তদন্ত কমিটি রবিবার স্টেডিয়াম পরিদর্শন করেছে। তদন্ত প্রক্রিয়া কোন পথে অগ্রসর হয়, তা নজরে থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মেসির ভারত সফরের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যুবভারতী কেলেঙ্কারির ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র গ্রেফতার একা শতদ্রুই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তদন্ত কমিটি রবিবার স্টেডিয়াম পরিদর্শন করেছে। আজ সামগ্রিক তদন্ত প্রক্রিয়া কোন পথে অগ্রসর হয়, তা নজরে থাকবে।

আজ দিল্লিতে পৌঁছোবেন লিয়োনেল মেসি। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ হওয়ার কথা মেসির। এর পর ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউচিনোর সঙ্গে দেখা করতে পারেন মেসি। সেখানে থাকার কথা ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। বিকেলে মেসির অনুষ্ঠান অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখান থেকেই সরাসরি বিমানবন্দরে চলে যাবেন তিনি। আজই শেষ হচ্ছে মেসির ভারত সফর।

Advertisement

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। এ বার হবে খসড়া তালিকা প্রকাশ। আগামিকাল ওই তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। সূচি মেনে আজই ওই কাজ শেষ করা হবে। যাতে কাল থেকে ভোটাররা নিজেদের নাম দেখতে পারেন। সেই মতো আজ নজর থাকবে কমিশনের এই প্রস্তুতির দিকে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী এই বৈঠক করবেন। গঙ্গাসাগর মেলা আয়োজনের দায়িত্ব বেশিরভাগ থাকে জনস্বাস্থ্য ও কারগরি দফতরের । কিন্তু মুখ্যমন্ত্রী এই বৈঠকে রাজ‍্যের অন‍্য সব বড় দফতরের মন্ত্রী ও আধিকারিকদের থাকতে নির্দেশ দিয়েছেন ।

শুরু থেকেই ভাল বোলিং। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের ভারত। সিরিজ়ের ফল এখন ২-১। পাঁচ ম্যাচের সিরিজ়ের চতুর্থ ম্যাচ বুধবার লখনৌতে। তার আগে দুই দলের প্রস্তুতির সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত, জানিয়েছে আলিপুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement