বর্ষশেষে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা বিহারে

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে। রবিবার এমন সম্ভাবনার কথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। তিনি এটাও জানান, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে এ দিন জানান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ১৭:১১
Share:

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিহারে বিধানসভা নির্বাচন হতে পারে। রবিবার এমন সম্ভাবনার কথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। তিনি এটাও জানান, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে এ দিন জানান তিনি। আবহাওয়া, উৎসব, পরীক্ষা-সহ কয়েকটি বিষয়কে মাথায় রেখেই নির্বাচনের দিন ক্ষণ ঠিক করা হবে। তবে কত দফায় নির্বাচন হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি জাইদি।

Advertisement

বিহারের বিধানসভা নির্বাচনের উপর চোখ রয়েছে প্রতিটি রাজনৈতিক দলের। ইতিমধ্যেই বিজেপিকে আটকাতে একজোট হয়েছে ওই রাজ্যের প্রধান দলগুলি। এ বিষয়ে গত এপ্রিলে রাজ্যের ৬টি দল— সমাজবাদী পার্টি, জনতা দল, রাষ্ট্রীয় জনতা দল, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং সমাজবাদী জনতা পার্টি-র মধ্যে বৈঠকও হয়। বৈঠকে স্থির হয় সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বে ‘জনতা পরিবার’ গড়ে তোলা হবে। কিন্তু ভোটের আগে একজোট হলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন এই ভেবে তাঁরা পিছিয়ে আসেন। তবে ভোটপর্ব মিটলে দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন সে বার্তা দিয়েছেন নেতৃত্বরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন