India Vs New Zealand

ভারতের বিরুদ্ধে জোড়া সিরিজ়ের দল ঘোষণা নিউ জ়িল্যান্ডের, দুই ভিন্ন অধিনায়কের নেতৃত্বে আসবে কিউয়িরা

ভারতের বিরুদ্ধে আসন্ন সাদা বলের ক্রিকেট সিরিজ়ের জন্য দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড। দু’দেশ তিন ম্যাচের এক দিনের এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৭
Share:

নিউ জ়িল্যান্ড ক্রিকেট দল। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড ক্রিকেট। ২০ ওভারের ক্রিকেটে নিউ জ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এক দিনের দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। এক দিনের দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আদি অশোক।

Advertisement

আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ়। তার পর ২১ জানুয়ারি থেকে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। যা মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ়। এই দুই সিরিজ়ের জন্যই মঙ্গলবার দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড।

এক দিনের সিরিজ়ে ব্রেসওয়েলের নেতৃত্বে দলে রয়েছেন ১৫ জন। টি-টোয়েন্টি দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ়ে। টি-টোয়েন্টি সিরিজ়ে স্যান্টনারের নেতৃত্বে ১৫ জনের যে দল ভারত সফরে আসবে, সেই দলই বিশ্বকাপ খেলবে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের এক দিনের দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, মিচ হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জায়ডেন লেনক্স, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রাই এবং উইল ইয়ং।

নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জেকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং ইশ সোধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement