WPL 2026

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হলেন জেমাইমা, ডব্লিউপিএল শুরুর ১৭ দিন আগে দেওয়া হল দায়িত্ব

গত তিন বছর দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন মেগ ল্যানিং। এ বার নিলামের আগেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দেন দিল্লি কর্তৃপক্ষ। নতুন অধিনায়ক বেছে নেওয়া তাই অপ্রত্যাশিত নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৪০
Share:

জেমাইমা রদ্রিগেজ। —ফাইল চিত্র।

মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর ১৭ দিন আগে অধিনায়ক বদলে ফেলল দিল্লি ক্যাপিটালস। গত তিন বছর দলকে নেতৃত্ব দেওয়া মেগ ল্যানিংকে এ বার রাখেননি দিল্লি কর্তৃপক্ষ। তাই নতুন অধিনায়ক প্রত্যাশিতই ছিল। সেই দায়িত্ব দেওয়া হল জেমাইমা রদ্রিগেজকে।

Advertisement

ল্যানিংয়ের নেতৃত্বে এক বারও মহিলাদের আইপিএল জিততে পারেনি দিল্লি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটারের উপর আর ভরসা রাখতে পারেননি দিল্লি কর্তৃপক্ষ। নিলামের আগেই তাঁকে ছেঁটে ফেলা হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটারকে। গত এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে জেমাইমা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ১২৭ রানের ইনিংস খেলে আলোচনায় উঠে এসেছেন নতুন করে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেও ভাল রান করেছেন। তাঁকেই নতুন অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে মঙ্গলবার। জেমাইমা হলেন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের দ্বিতীয় অধিনায়ক।

দিল্লির মহিলাদের দলের প্রধান কোচ অভিষেক নায়ার। তিনি আবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও কোচ। মূলত নায়ারই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন জেমাইমাকে। মুম্বইয়ের ২৭ বছরের ক্রিকেটার মহিলাদের প্রিমিয়ার লিগেরও অন্যতম সেরা ব্যাটার। তাঁর হাত ধরেই প্রথম ডব্লিউপিএল জয়ের স্বপ্ন দেখছেন দিল্লি কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement