Personality Rights Protected

ভারতের ক্রীড়া জগতে নজির, আদালতের রায়ে ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত গাওস্করের

দিল্লি হাই কোর্টের রায়ে সুনীল গাওস্করের ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত হল। একটি সংস্থা অনুমতি ছাড়াই গাওস্করের নাম, ছবি ব্যবহার করে তাদের পণ্য বিক্রি করছিল। এই ধরনের ঘটনা রুখতে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৬
Share:

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

আইনি পথে ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত করলেন সুনীল গাওস্কর। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে নজির গড়লেন। অনুমতি ছাড়া আর তাঁর ছবি, ভিডিয়ো ব নাম ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না। গাওস্করের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি মনমিত প্রীতম সিংহ অরোরা।

Advertisement

একটি সংস্থা অনুমতি না নিয়েই তাঁর নাম বা ছবি ব্যবহার করছে। এই অভিযোগে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গাওস্কর। ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর আবেদনে সাড়া দিয়েছে আদালত। যে সব সংস্থা গাওস্করের অনুমতি না নিয়েই তাঁর ছবি, ভিডিয়ো বা নাম ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে, তাদের ৭২ ঘণ্টার মধ্যে সে সব সরিয়ে ফেলতে হবে। সমাজমাধ্যম থেকেও মুছে ফেলতে হবে সব পোস্ট।

সম্প্রতি একটি সংস্থা গাওস্করের নাম ব্যবহার করে তাদের পণ্য বিক্রি শুরু করেছিল। দাবি করা হয়েছিল, পণ্যটি গাওস্করের পছন্দের। বিষয়টি নজরে আসার পর ক্ষুব্ধ হন প্রাক্তন ক্রিকেটার। গত ২২ মে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গাওস্কর। গত ১২ ডিসেম্বর তাঁর করা মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থাকে সাত দিন সময় দিয়েছিলেন বিচারপতি। সমাজমাধ্যমে সংস্থার সব অ্যাকাউন্ট থেকে গাওস্করের সমস্ত ছবি, ভিডিয়ো, নাম মুছে ফেলার নির্দেশ দেন। কিন্তু তার পরও সমাজমাধ্যমে কিছু পোস্ট থেকে গিয়েছিল। গাওস্কর আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার সংশ্লিষ্ট সংস্থাকে ৭২ ঘণ্টার সময় দিয়েছে আদালত।

Advertisement

খ্যাতনামীদের নাম, ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে নানা কিছু পোস্ট করা হয়। অনেক কিছুর সঙ্গেই তাঁদের কোনও যোগাযোগ থাকে না। কোনও পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হলে, সেই খ্যাতনামীও জড়িয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত হয় তাঁর ভাবমূর্তি। বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামীরাই এই সমস্যার সম্মুখীন। অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাইয়ের মতো এই ধরনের সমস্যা এড়াতে নিজেদের ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত করেছেন। সেই পথেই হেঁটেছেন গাওস্কর। সম্প্রতি একই সমস্যা নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা মাধবনও।

এ ক্ষেত্রে গাওস্কর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হলেও বিশ্বের বহু খ্যাতনামী ক্রীড়াবিদেরই ব্যক্তিত্ব স্বত্ব সুরক্ষিত। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি, মাইকেল জর্ডনেরা। গাওস্করও এই তালিকায় যুক্ত হলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement