Lionel Messi

ভারত থেকে ফিরেই মেসির পরিবারে দুর্ঘটনা! পিছিয়ে গেল বিয়ে

ভারত সফর থেকে ফিরে রোজারিয়োয় রয়েছেন লিয়োনেল মেসি। নিজের দেশে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। তার মধ্যেই দুর্ঘটনা তাঁর পরিবারে। পিছিয়ে দিতে হয়েছে বিয়ের অনুষ্ঠানও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৭
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

ভারত সফর থেকে দেশে ফিরে দুঃসংবাদ পেলেন লিয়োনেল মেসি। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বোন মারিয়া সল। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এলএম টেনের বোন। কয়েক দিন পর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ জুলিয়ান আরেলানোর সঙ্গে।

Advertisement

মায়ামিতেই দুর্ঘটনায় পড়েছেন মারিয়া। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারেন। তাঁর গোড়ালি এবং কব্জির হাড় ভেঙে গিয়েছে। চোট পেয়েছেন মেরুদণ্ডে। শরীরের কিছু অংশ পুড়েও গিয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়ার অবস্থা এখন স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে।

দুর্ঘটনার জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে হয়েছে মারিয়ার বিয়ে। আগামী ৩ জানুয়ারি তাঁর বিয়ের কথা ছিল দীর্ঘ দিনের প্রেমিক জুলিয়ানের সঙ্গে। আর্জেন্টিনার রোজারিয়োয় বিয়ের অনুষ্ঠানে থাকার কথা ছিল মেসিরও। জুলিয়ান ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত হলেও ছোটবেলায় থাকতেন রোজারিয়োয়। তখন থেকেই মারিয়ার সঙ্গে তাঁর প্রেম। মেসির বোন এক জন সফল ব্যবসায়ী। পোশাক শিল্পী হিসাবে তাঁর খ্যাতি রয়েছে। মহিলাদের পোশাকের তাঁর নিজস্ব ব্র্যান্ডও রয়েছে।

Advertisement

ভারত সফরের পর মেসি এখন ছুটি কাটাচ্ছেন। তিনি রোজারিয়োয় রয়েছেন। বোনের বিয়ের প্রস্তুতির দেখভালও করছিলেন। তার মধ্যেই এই দুর্ঘটনা। আপাতত তাঁর দিন কাটছে উদ্বেগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement