Stranger Things Promo

ওয়েব সিরিজ়ের প্রোমোয় রোহিত! ক্রিকেটের পর কি বিনোদনজগতে পা রাখবেন বিশ্বজয়ী অধিনায়ক, শুরু জল্পনা

‘নেটফ্লিক্স’-এর একটি ওয়েব সিরিজ়ের নতুন প্রোমোয় দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তার পর রোহিতকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ক্রিকেট থেকে অবসরের পর কি বিনোদনজগতে পা রাখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০১
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ক্রিকেটজীবন পরবর্তী অধ্যায়ের পরিকল্পনা কি করে ফেলেছেন রোহিত শর্মা? বিনোদনজগতে পা রাখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক? ‘নেটফ্লিক্স’-এর নতুন একটি প্রোমোতে দেখা গিয়েছে রোহিতকে। তার পর রোহিতকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

Advertisement

প্রোমোর ভিডিয়োয় রোহিতকে দেখে উৎসাহিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভিডিয়োটি প্রকাশের পর ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওয়েব সিরিজ় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দ্বিতীয় অধ্যায়ের প্রোমোয় রোহিতকে দেখা গিয়েছে কোচের ভূমিকায়। যদিও তাতে রয়েছে অধিনায়ক রোহিতের ছাপ। নিজের দলকে তিনি প্রস্তুত করছেন ‘ফাইনাল’ বলে। খেলার আগে সাজঘরে অধিনায়কেরা যে ভাবে দলকে তাতান, রোহিতকে সেই ভূমিকায় দেখা গিয়েছে প্রোমোয়। ক্রিকেটের সঙ্গে জনপ্রিয় সিরিজ়টির মেলবন্ধন চমকে দিয়েছে দর্শকদের। প্রোমোয় রোহিতের দলের খেলোয়াড়দের বলিউডের একটি পরিচিত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। এক বার বিদেশ সফরে শ্রেয়স আয়ার এবং শার্দূল ঠাকুরের সঙ্গে একই গানে নেচেছিলেন রোহিত।

সাজঘরে রোহিত ঢুকে খেলোয়াড়দের গম্ভীর মুখে বলেছেন, ‘‘বয়েজ, ফিনালে আসছে। শুধু তোমাদের কেরিয়ার নয়, পুরো জীবনটাই ওলটপালট হয়ে যেতে পারে।’’ শুনে মনে হতে পারে, কোনও বড় ম্যাচের কথা বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রোহিত এক ক্রিকেটারকে হেলমেট খুলতে বাধা দেন। সতর্ক করে বলেন, ‘‘এই হেলমেটও তোমাদের বাঁচাতে পারবে না। প্রতিপক্ষ মস্তিষ্কের এমন খেলা খেলতে পারে, যা তোমরা কল্পনা করতে পারছ না।’’ সে সময় এক খেলোয়াড়কে বলতে শোনা গিয়েছে, ‘‘এই জন্যই উনি অনেক দিন দ্বিশতরান করতে পারেননি।’’ তা শুনে রোহিত মজা করে বলেন, ‘‘আমি দ্বিশতরান করেছি। কিন্তু তোমাদের প্রতিপক্ষ যে কোনও দিক থেকে আঘাত হানতে পারে। মাঠের ভিতর দিয়ে, দেওয়াল ভেঙে, এমনকি ছাদ ভেঙেও আক্রমণ করতে পারে। ঠিক সেই সময়ে সাজঘরের আলো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো করে জ্বলতে-নিভতে শুরু করে। ক্রিকেট থেকে ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ঢুকে পড়ে প্রোমো।

Advertisement

এর পর একটি কিট ব্যাগ এনে রোহিত বলেন, ‘‘কিটটি নিজের হাতে বানিয়েছে স্টিভ।’’ এক তরুণ খেলোয়াড় উত্তেজিত হয়ে প্রশ্ন করেন, ‘‘স্টিভ স্মিথ?’’ সঙ্গে সঙ্গে রোহিত সংশোধন করেন, ‘‘স্মিথ নয়, হ্যারিংটন।’ জনপ্রিয় চরিত্র স্টিভ হ্যারিংটনের নাম উল্লেখ করেন রোহিত। দেখা যায় কিট ব্যাগের মধ্যে থাকা পোশাকগুলি অনেকটা সিরিজ়ের চরিত্রদের ব্যবহৃত পোশাকের মতো দেখতে। রহস্যের পর্দা ওঠে যখন এক খেলোয়াড় প্রশ্ন করেন, ‘‘রোহিতভাই, প্রতিপক্ষ কে?’ রোহিত বলেন দেন, ‘‘ভেকনা’’। স্পষ্ট হয়ে যায়, রোহিতের ফিনালে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজ়ের লড়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement