প্রয়াত সত্যজিত্ জায়া বিজয়া

প্রয়াত হলেন বিজয়া রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ১৮:৫৬
Share:

—ফাইল চিত্র।

প্রয়াত হলেন বিজয়া রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান।

Advertisement

১৯১৭-র অক্টোবরে পটনায় তাঁর জন্ম। তাঁর বাবা ছিলেন ব্যারিস্টার চারুচন্দ্র দাশ। মা মাধুরী দেবী সম্পর্কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীর বোন ছিলেন। ১৯৩১-এ তাঁর বাবার মৃত্যুর পর কলকাতায় কাকার একান্নবর্তী পরিবারে মানুষ হন তিনি। এর পর নারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক এবং আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ইংরেজিতে স্নাতক হন। পরের দিকে কমলা গার্লস এবং বেথুন স্কুলে শিক্ষকতার কাজ করেছেন। পরে চাকরি ছেড়ে বোম্বে পাড়ি দেন। ১৯৪৮-এ সত্যজিতের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরের বছর সত্যজিতের মা সুপ্রভা দেবীর উদ্যোগে ব্রাহ্ম মতে আনুষ্ঠানিক বিয়ে হয় বিজয়ার। মাদার টেরিজার সেবামূলক প্রতিষ্ঠানে তিনি কিছু দিন কাজ করেছেন। সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি ছবিতে পোশাক-সহ নেপথ্যের অনেক কাজে জড়িয়েছিলেন তিনি। মুম্বইতে ‘রজনী’ ও ‘মশাল’ নামে দু’টি ছবিতে অভিনয়ও করেন তিনি।

আনন্দবাজার আর্কাইভে বিজয়া রায়

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement