কাবুলে জঙ্গি হানায় হত চার ভারতীয়ের দেহ ফিরল

কাবুলে জঙ্গি হানায় নিহত চার ভারতীয়ের দেহ দিল্লি পৌঁছল। শুক্রবার চার জনের দেহ নিয়ে বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দরে নামে। বৃহস্পতিবার কাবুলের প্যালেস পার্ক হোটেলে জঙ্গি হানায় তাঁদের মৃত্যু হয়। মনে করা হচ্ছে, এই হানার মূল লক্ষ্য ছিলেন আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত অমর সিন্‌হা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ২০:১৫
Share:

ফিরল দেহ। পিটিআইয়ের তোলা ছবি।

কাবুলে জঙ্গি হানায় নিহত চার ভারতীয়ের দেহ দিল্লি পৌঁছল। শুক্রবার চার জনের দেহ নিয়ে বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দরে নামে। বৃহস্পতিবার কাবুলের প্যালেস পার্ক হোটেলে জঙ্গি হানায় তাঁদের মৃত্যু হয়। মনে করা হচ্ছে, এই হানার মূল লক্ষ্য ছিলেন আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত অমর সিন্‌হা।

Advertisement

করাচিতে বাসে হামলার রেশ কাটতে না কাটতেই জঙ্গি হানার নিশানা হয় কাবুলের হোটেল। এই হামলায় চার ভারতীয়-সহ ১৪ জন প্রাণ হারান। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গিরও মৃত্যু হয়। তালিবানরা এই হামলার দায় স্বীকার করেছে। নিহত চার ভারতীয় হলেন চিকিৎসক মার্থা ফ্যারেল, অডিটর জর্জ ম্যাথু এবং আর কে ভাটিয়া এবং প্রযুক্তিবিষয়ক পরামর্শদাতা সতীশ চন্দ্র। প্রায় সাত ঘণ্টা পরে বৃহস্পতিবার ভোরে আফগান পুলিশের কম্যান্ডোরা অভিযান চালিয়ে হোটেলটি দখলমুক্ত করে। ৫৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়। মৃতদের মধ্যে ন’জন বিদেশি।

আফগানিস্তানে ক্রমে বেড়ে চলা ভারতের আধিপত্য খর্ব করতেই তালিবানদের সাহায্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ উঠেছে। প্যালেস পার্ক হোটেলে আফগান গায়ক আলতাফ হুসেনের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে যাওয়ার কথা ছিল ভারতীয় রাষ্ট্রদূত অমর সিন্‌হারও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন