সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ

সিবিএসই-তে এ বার মেয়েদের জয়জয়কার। সোমবার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৯৯.২ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন দক্ষিণ দিল্লির নিউ গ্রিনফিল্ড পাবলিক স্কুলের ছাত্রী এম গায়ত্রী। দ্বিতীয় হয়েছেন নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনালের মৈথিলী মিশ্র। উল্লেখ্য, এ বছর পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। তাদের পাশের ৮৭.৭৫ শতাংশ। মোট পাশের হার ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৭০ শতাংশ কম। জানা গিয়েছে, দেশের মধ্যে তিরঅনন্তপুরমে পাশের হার সবচেয়ে বেশি, ৯৫.৪১ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ১৪:৪৪
Share:

ফল প্রকাশের পর উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

সিবিএসই-তে এ বার মেয়েদের জয়জয়কার।

Advertisement

সোমবার বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৯৯.২ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন দক্ষিণ দিল্লির নিউ গ্রিনফিল্ড পাবলিক স্কুলের ছাত্রী এম গায়ত্রী। দ্বিতীয় হয়েছেন নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনালের মৈথিলী মিশ্র। উল্লেখ্য, এ বছর পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। তাদের পাশের ৮৭.৭৫ শতাংশ। মোট পাশের হার ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৭০ শতাংশ কম। জানা গিয়েছে, দেশের মধ্যে তিরঅনন্তপুরমে পাশের হার সবচেয়ে বেশি, ৯৫.৪১ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement