সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে কেরলের বার মালিকেরা। তাঁদের লাইসেন্স বাতিল নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। সরকারের নির্দেশের বিরুদ্ধে করা আবেদনটি শুনতে কেরল হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার শুনানির সময়ে সরকারকে তীব্র ভর্ত্সনা করে সুপ্রিম কোর্ট। রাজ্যে মদ নিষিদ্ধ করতে চান্ডি সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে গুজরাতের উদাহরণ দিয়ে বিচারপতিরা বলেন, রাজ্যে মদ বন্ধ করতে গুজরাতের পথে চলা উচিত। এ বিষয়ে গুজরাতকে ‘বেশি সুরক্ষিত’ বলেও মন্তব্য করেন তাঁরা।
রাজ্যে মদ বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসাবে কয়েক দিন আগে একটি নির্দেশ দেয় কেরল সরকার। নির্দেশ অনুযায়ী পাঁচ তারা হোটেল বাদে রাজ্যের সমস্ত বারে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্দেশ কার্যকর হলে আজ, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে বারগুলির লাইসেন্স বাতিল হওয়ার কথা ছিল। নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন বার মালিকরা। নির্দেশটি কার্যকর হলে আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হত চান্ডি-সরকার। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে এ দিন সন্ধ্যায় বৈঠকে বসবে শাসক ইউডিএফ।