জম্মু-কাশ্মীরের বারামুলাতে সেনা-জঙ্গি সংঘর্ষ, মৃত ২

জম্মু-কাশ্মীরের বন্যার সুযোগ নিয়ে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার সকালে। এ দিন সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জন পুলিশ এবং এক জন সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক সেনা-সহ দু’জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ১১:১৯
Share:

সংঘর্ষের প্রস্তুতি। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের বন্যার সুযোগ নিয়ে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার সকালে। এ দিন সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জন পুলিশ এবং এক জন সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক সেনা-সহ দু’জন।

Advertisement

সেনা সূত্রের খবর, এ দিন উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় রুটিন তল্লাশি চালানোর সময়ে সেনাকর্মীদের লক্ষ করে গুলি চালায় এক দল জঙ্গি। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। শুরু হয় দু’পক্ষের তুমুল গুলির লড়াই। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে কিছু ক্ষণের মধ্যেই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। তবে ঠিক কত জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে তা সঠিক ভাবে জানানো হয়নি সেনার তরফে। প্রাথমিক ভাবে সেনার অনুমান ওই এলাকায় দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে। বিকেল পর্যন্ত চলছে দু’পক্ষের গুলির লড়াই।

সূত্রের খবর, বারমুলা জেলার কুনজার গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। সেই মতো পুলিশ এবং সেনা ওই গ্রামে যৌথ তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীনই জঙ্গিরা সেনার উপরে গুলি চালায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন