সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত ঝাড়খণ্ডে

সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাঁচ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের একটি দল যৌথ ভাবে বিষানপুরের জঙ্গলে অভিযান চালাচ্ছিল। তখনই মাওবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ১৬:৪০
Share:

সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাঁচ মাওবাদীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের একটি দল যৌথ ভাবে বিষানপুরের জঙ্গলে অভিযান চালাচ্ছিল। তখনই মাওবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা যায়। ঘটনাস্থল থেকে রাইফেল, ২০০ রাউন্ড গুলি, গ্রেনেড, বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত তার উদ্ধার করা হয়েছে।

Advertisement

সিআরপিএফ-এর ইনস্পেক্টর জেনারেল রাকেশ মিশ্র বলেন, ‘সংঘর্ষে নিহত এক মাওবাদীর দেহ শনাক্ত করা গিয়েছে।’ এ দিন বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement