কলকাতার গোরক্ষবাসী রোডে গ্রিল কেটে চুরি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ১৫:৩৯
Share:

গোরক্ষবাসী রোডের একটি বাড়িতে শুক্রবার বেশি রাতে চুরি হয়েছে বলে দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

পুলিশের কাছে গৃহকর্তা সোমনাথ দাস অভিযোগ জানান, তিনি ও তাঁর স্ত্রী একতলার একটি ঘরে ঘুমোচ্ছিলেন। রাত তিনটে নাগাদ ঘরে নড়াচড়ার শব্দে তাঁর স্ত্রীর ঘুম ভেঙে যায়। স্ত্রীর চিৎকারে দুষ্কৃতীরা ওই ঘর থেকে পালিয়ে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে ওই ঘর খুলে সোমনাথবাবু দেখেন, সেই ঘরের জানালার গ্রিল ভাঙা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা গ্রিল কেটে বাড়িতে ঢুকেছিল। সোমনাথবাবুর অভিযোগ, তাঁর দু’টি ক্যামেরা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে। পুলিশের সন্দেহ, দুষ্কৃতীরা স্থানীয়। তবে, শনিবার রাত পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement