মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে নিখোঁজ এক ব্যক্তি

সুন্দরবনের জঙ্গলে বেআইনি ভাবে মধু সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। পরিবারের দাবি, একটি বাঘ তাঁকে টেনে নিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পিরখালির জঙ্গলে। বন দফতর সূত্রের খবর, নিখোঁজ ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। তিনি গোসাবার দয়াপুরের বাসিন্দা। এ দিন স্ত্রী ও ছেলের সঙ্গে তিনি পিরখালি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই তাঁকে বাঘ আক্রমন করে বলে পরিবারের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ১৭:১৩
Share:

সুন্দরবনের জঙ্গলে বেআইনি ভাবে মধু সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। পরিবারের দাবি, একটি বাঘ তাঁকে টেনে নিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পিরখালির জঙ্গলে।

Advertisement

বন দফতর সূত্রের খবর, নিখোঁজ ওই ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। তিনি গোসাবার দয়াপুরের বাসিন্দা। এ দিন স্ত্রী ও ছেলের সঙ্গে তিনি পিরখালি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। তখনই তাঁকে বাঘ আক্রমন করে বলে পরিবারের দাবি।

বন দফতর জানিয়েছে, মে মাস পর্যন্ত জঙ্গলে গ্রামবাসীদের প্রবেশ নিষেধ। এ দিন বেআইনি ভাবেই তাঁরা জঙ্গলে ঢুকেছিলেন। যদিও পরিবারের তরফে জানানো হয়েছে, মধু সংগ্রহের জন্য নয়, তাঁরা নদী থেকে কাঁকড়া ধরছিলেন। তখনই ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement