কেতুগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কর্মী খুনের অভিযোগ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বর্ধমানের কেতুগ্রামে খুনের অভিযোগ উঠল। নিহত ওই তৃণমূল কর্মীর নাম আপেল শেখ (৩২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের খলিপুরের বেণীনগর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে মাঠে গভীর নলকূপ বসানোর কাজ তদারকি করছিলেন আপেল শেখ। তখন সকাল প্রায় সাড়ে ন’টা। তিনি মাঠ লাগোয়া পাম্পঘরে বসেছিলেন। আচমকাই একটি টাটা সুমো এসে থামে ওই ঘরের সামনে। গাড়ির ভিতর থেকে গুলি চলে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ১৫:০৮
Share:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বর্ধমানের কেতুগ্রামে খুনের অভিযোগ উঠল। নিহত ওই তৃণমূল কর্মীর নাম আপেল শেখ (৩২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের খলিপুরের বেণীনগর এলাকায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে মাঠে গভীর নলকূপ বসানোর কাজ তদারকি করছিলেন আপেল শেখ। তখন সকাল প্রায় সাড়ে ন’টা। তিনি মাঠ লাগোয়া পাম্পঘরে বসেছিলেন। আচমকাই একটি টাটা সুমো এসে থামে ওই ঘরের সামনে। গাড়ির ভিতর থেকে গুলি চলে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তাঁর খুনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় তৃণমূল কর্মী সাউদ মিঞাঁ অভিযোগ করেন, “কেতুগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জাহির শেখের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা খুনের সময়ে জাহিরকে চিনতেও পেরেছেন।”

Advertisement

জাহির শেখ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। বরং পাল্টা অভিযোগ করেছেন তিনি। জাহির বলেন, “আপেল শেখ খুনের পিছনে সাউদ-গোষ্ঠীরই হাত রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement