এক চাকরিপ্রার্থী শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। নিজস্ব চিত্র।
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় লোকোমোটর ডিজ়এবিলিটি বা অস্থি, পেশি, স্নায়ুর সমস্যাগ্রস্ত ‘যোগ্য’ পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক, তাঁদের সংরক্ষণ নীতি মেনে চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে! এই দাবি নিয়ে গত তিন দিন ধরে বিকাশ ভবন সামনে অনশন করছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লেন শুক্রবার সন্ধ্যায়।
অনশনকারী চাকরিপ্রার্থী সাদ্দাম হোসেন বলেন, ‘‘তুজাম্মেল শেখ নামে এক চাকরিপ্রার্থী শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে বিধাননগর মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ’’
আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এ বার হাঁটাচলা করা, হাত দিয়ে লেখার ক্ষমতা থাকা প্রার্থীদের সাধারণ শ্রেণিতে সংরক্ষণের সুবিধা রাখা হয়নি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাঁরা চাকরির সুযোগ পাননি এই ধরনের শিক্ষক শিক্ষিকারা। দেশের প্রতিবন্ধী আইনে বলা হয়েছে শ্রবণ সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, দৃষ্টি সংক্রান্ত এবং অন্যান্য নানা শ্রেণির প্রতিবন্ধীরা ১% করে মোট ৪ শতাংশ সংরক্ষণ পাবেন। কিন্তু রাজ্য সরকারের ভুলে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের এক শতাংশ আসন আর নেই। এই সংরক্ষণ নীতি না থাকায় অন্তত ৫০ জন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক, যাঁদের অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে তাঁরা পুনরায় চাকরিতে যোগদান করতে পারছেন না।