সন্ধিরের জামিনের আর্জি ফের নাকচ হাইকোর্টে

সারদা কাণ্ডে ধৃত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের জামিনের আবেদন ফের নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়ন্ত বিশ্বাস এবং বিচারপতি কৃষাণচন্দ্র দাস সোমবার এই নির্দেশ দেন। এ দিন আদালতে সন্ধিরের আইনজীবী অনিন্দ্য মিত্র বলেন, “এই মামলায় সিবিআই চার্জশিট জমা দিয়েছে। নতুন করে কোনও অনুসন্ধান করছে না। আর কোনও নথিও সংগ্রহ করতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ১৭:৫৪
Share:

সারদা কাণ্ডে ধৃত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের জামিনের আবেদন ফের নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়ন্ত বিশ্বাস এবং বিচারপতি কৃষাণচন্দ্র দাস সোমবার এই নির্দেশ দেন।

Advertisement

এ দিন আদালতে সন্ধিরের আইনজীবী অনিন্দ্য মিত্র বলেন, “এই মামলায় সিবিআই চার্জশিট জমা দিয়েছে। নতুন করে কোনও অনুসন্ধান করছে না। আর কোনও নথিও সংগ্রহ করতে পারেনি। সেই কারণে সন্ধিরের জামিন দেওয়া হোক।” জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী রাঘব চারিয়াইলু আদালতকে জানান, সন্ধির অগ্রবাল সেবির মুম্বইয়ের অফিসে গিয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে, সারদার সঙ্গে সেবি-র যোগসূত্র তৈরি করতেই তিনি সেবি-র অফিসে গিয়েছিলেন। ভিজিটর বুকেও তাঁর নাম রয়েছে। সেবির কোন কর্তার সঙ্গে তাঁর কী কথা হয়েছিল তার তদন্ত চলছে।

সিবিআইয়ের আইনজীবী জানান, সন্ধিরকে যদি জামিন দেওয়া হয় তা হলে এই মামলায় সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারেন। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। তাঁকে প্রয়োজনে জেরার সুযোগ পাওয়া যাবে। এর পরেই ডিভিশন বেঞ্চ সন্ধিরের জামিনের আবেদন খারিজ করে দেয়।

Advertisement

এর আগে গত ২৭ অক্টোবর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন সন্ধির। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চও সেই আবেদন খারিজ করে দিয়েছিল। অন্য দিকে, সারদা রিয়েলটি প্রাইভেট লিমিটেড সংক্রান্ত মামলায় অন্যতম অভিযুক্ত সদানন্দ গগৈ বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় এবং বিচারপতি সুদীপ অহলুওয়ালিয়ার ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলাটি ছেড়ে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement