ব্রিকস ব্যাঙ্কের প্রধান হলেন কে ভি কামাথ

ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) গোষ্ঠী পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কে ভি কামাথ। গত বছর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে একটি ডেভেলপমেন্ট ব্যাঙ্কের গঠনের সিদ্ধান্ত নেয় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। স্থির হয় ব্যাঙ্কের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত ভারত থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৫ ১৪:৪১
Share:

ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা) গোষ্ঠী পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কে ভি কামাথ। গত বছর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে একটি ডেভেলপমেন্ট ব্যাঙ্কের গঠনের সিদ্ধান্ত নেয় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। স্থির হয় ব্যাঙ্কের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত ভারত থেকে। তাঁর কার্যকালের মেয়াদ থাকবে প্রথম ছ’বছর। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের চেয়ারম্যান কে ভি কামাথকেই এই নবগঠিত ব্যাঙ্কের প্রধান হিসাবে বেছে নেওয়া হল সোমবার। এই ব্যাঙ্কের প্রধান কার্যালয় গড়ে তোলা হয়েছে সাংহাইয়ে।

Advertisement

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আইআইএম আমদাবাদ থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন কামাথ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement