এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে ইতিহাসে মণিপুরী মা

একই সঙ্গে চারটি কন্যা এবং একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে ইতিহাস গড়লেন এক মণিপুরী মহিলা। মণিপুরের বিষ্ণুপুর জেলার বাসিন্দা ওই মহিলার নাম গীতা (৩৫)। তাঁর স্বামী পেশায় মত্স্যজীবী। ওই দম্পতির চারটি সন্তান রয়েছে। এর পর আঠাশ সপ্তাহ গর্ভবতী থাকার পর সোমবার দুপুরে পাঁচটি সন্তানের জন্ম দিলেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৩
Share:

একই সঙ্গে চারটি কন্যা এবং একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে ইতিহাস গড়লেন এক মণিপুরী মহিলা। মণিপুরের বিষ্ণুপুর জেলার বাসিন্দা ওই মহিলার নাম গীতা (৩৫)। তাঁর স্বামী পেশায় মত্স্যজীবী। ওই দম্পতির চারটি সন্তান রয়েছে। এর পর আঠাশ সপ্তাহ গর্ভবতী থাকার পর সোমবার দুপুরে পাঁচটি সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। তবে, পাঁচ জনের মধ্যে একটি কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বাকি চার জন আপাতত সুস্থ আছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। সুস্থ আছেন মা-ও।

Advertisement

আরআইএমএস হাসপাতাল থেকে সূত্রে খবর, দশ মিনিট অন্তর মোট পাঁচটি সন্তান প্রসব করেন ওই মহিলা । দু’টি কন্যা সন্তানের ওজন যথাক্রমে ৮০০ ও ৯০০ গ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন